বিটরুট পাউডার: কীভাবে তৈরী হয় এবং কেন এটি স্বাস্থ্যকর?

বিটরুট পাউডার হল প্রাকৃতিক বিট বা বিটরুট থেকে তৈরি করা এক ধরনের গুঁড়ো, যা বিটের পুষ্টিগুণ ধরে রাখে এবং সহজেই বিভিন্ন খাবারে যোগ করা যায়। প্রাকৃতিক পুষ্টিগুণে ভরপুর এই পাউডার আমাদের স্বাস্থ্য রক্ষায় নানা ভাবে সহায়ক। আজ আমরা জানব কীভাবে বিটরুট পাউডার তৈরি হয় এবং কেন এটি এত জনপ্রিয়।